ভারতের বিভিন্ন রাজ্যের বক্সাইট উৎপাদক অঞ্চল তালিকা পিডিএফ ডাউনলোড | Bauxite Mines In Different States Of India Bengali PDF
ভারতের বক্সাইট উৎপাদক খনি PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রধান বক্সাইট উৎপাদক অঞ্চল তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতের প্রধান ও উল্লেখযোগ্য বক্সাইট উৎপাদক অঞ্চল অর্থাৎ বক্সাইট খনি গুলি কোন কোন রাজ্যে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে ভারতের বক্সাইট উত্তোলক খনি তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
ভারতের প্রধান বক্সাইট উৎপাদক অঞ্চল সম্পূর্ণ তালিকা
রাজ্য |
অঞ্চল |
ওড়িশা |
কালাহান্ডি, কোরাপুট, সম্বলপুর, মালকানগিরি, বোলাঙ্গীর |
মহারাষ্ট্র |
খানে, সোলাপুর, রত্নগিরি, সাঁতরা, টক্কর পাহাড় |
মধ্যপ্রদেশ |
বালাঘাট, জব্বলপুর, মালান্দা, নন্দনগাও, সিওনি, অমরকন্টক |
গুজরাট |
খেরা, জুনাগর, জামনগর, কইরা, কচ্ছ |
ছত্রিশগড় |
রায়গর, বিলাসপুর, দুর্গ |
তামিলনাড়ু |
সালেম, নীলগিরি |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
কর্ণাটক |
বেলগাঁও, চিকমাগালুর, চিত্রদুর্গ, বাবাবুদান পাহাড় |
ঝাড়খন্ড |
লোহারদাগা, পালামৌ, জমিরাপাট, অসরাপাট, উপরঘাট, রামবোঙ্গাপাট, খুড়িয়া, সোরাডাঙ্গা |
বিহার |
মুঙ্গের |
উত্তর প্রদেশ |
বান্দা, এলাহাবাদ |
গোয়া |
কুইপেম, কানাকোনা |
হিমাচল প্রদেশ |
কাংড়া |
জম্মু-কাশ্মীর |
পূঞ্চ, উধমপুর |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
ভারতের প্রধান বক্সাইট উৎপাদক খনি তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!